মাধবপুরে সোনাই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ড্রেজার মেশিন দ্বারা এই অভিযান পরিচালনা করা হয়।  এ সময় ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। যার সবগুলোই ইটের তৈরী ভবন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কাটিহারা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। ওই স্থানের মধ্যে থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। ইতোপূর্বে আরো প্রায় ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।